ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু আজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ এএম

আজ থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ছয় মহাদেশের ছয় ফেডারেশন চ্যাম্পিয়ন ক্লাবের পাশাপাশি স্বাগতিক দেশ সৌদি আরবের লিগ চ্যাম্পিয়ন নিয়েই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। অংশ গ্রহণকারী দলের সংখ্যা সাত। তবে সাত ক্লাব নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের এটিই শেষ আয়োজন। ২০২৫ সালে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা বেড়ে ৩২ হবে।

এবারের টুর্নামেন্টে কনমেবল চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লুমিনেজ, উয়েফা চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এএফসি চ্যাম্পিয়ন উরায়া রেড ডায়মন্ডস, সিএএফ চ্যাম্পিয়ন আল আহলি, কনকাকাফ চ্যাম্পিয়ন লিয়ন, ওএফসি চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি ও এএফসি স্বাগতিক আল ইত্তিহাদ অংশ নিচ্ছে।

ফিফা ক্লাব বিশ্বকাপের পদ্ধতিটা একটু ভিন্ন। প্রথম রাউন্ডে খেলবে শুধু অকল্যান্ড সিটি ও আল ইত্তিহাদ। দ্বিতীয় রাউন্ডে খেলবে আল আহলি, লিয়ন ও উরায়া রেড ডায়মন্ডস। ফ্লুমিনেজ ও ম্যানচেস্টার সিটি সরাসরি সেমিফাইনাল থেকে তাদের মিশন শুরু করবে। ফ্লুমিনেজ ও ম্যানচেস্টার সিটি এবারই প্রথম ক্লাব বিশ্বকাপে খেলছে। এই দুই দলের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন লিয়নও এবারই প্রথমবারের মতো খেলছে।

আল ইত্তিহাদ ও অকল্যান্ড সিটির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৫ ডিসেম্বর হবে দ্বিতীয় পর্বের ম্যাচ। এদিন আল আহলির বিপক্ষে মাঠে নামবে প্রথম পর্বের জয়ী দল। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে লিয়নের প্রতিপক্ষ উরায়া রেড ডায়মন্ডস। জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি ও প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে। মূলত এই দুই স্টেডিয়ামেই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে।

১৮ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল ১৯ ডিসেম্বর। প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজ। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ম্যানচেস্টার সিটি। এ দুই দলের প্রতিপক্ষ কারা হচ্ছে তা জানতে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন মাঠে গড়াবে স্থান নির্ধারণী ম্যাচও।

ফিফা ক্লাব বিশ্বকাপের সফল দল রিয়াল মাদ্রিদ। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে গত চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে না পারায় এবার তারা সুযোগ পায়নি। দ্বিতীয় সফল দল বার্সেলোনা। তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে।

SN
আরও পড়ুন