সিরি'আ-তে নাটকীয় জয় পেয়েছে এসি মিলান। শনিবার অ্যাওয়ে ম্যাচে উদিনেসের সঙ্গে শিরোপা প্রত্যাশী দলটির পয়েন্ট হারানোর বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু পিছিয়ে থাকা এসি মিলান শেষের ঝড়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসি মিলানের হয়ে জয়সূচক গোলটি করেছেন নোয়াহ ওকাফর। ইনজুরি সময়ে এ গোলটি করেন তিনি। এর আগে ৮৩ মিনিটে সমতাসূচক গোল করেন লুকা জোভিচ।
যদিও ৩১ মিনিটে রুবেন লফটাস চিকের গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান কিন্তু পরক্ষণেই তাদের চমকে দেয় উদিনেস। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে লাজার সামারদজিক সমতাসূচক গোলটি করে উদিনেসকে খেলায় ফিরিয়ে আনেন। আর ৬২ মিনিটে এসি মিলানকে চমকে দিয়ে উদিনেসকে এগিয়ে নিয়েছিলেন ফ্লোরিয়ান থাউভিন। ৮৩ মিনিট পর্যন্ত এ ব্যবধান ধরে রাখতে পারলেও পরবর্তীতে হার মানতে বাধ্য হয়।
এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে এসি মিলান তৃতীয় স্থানে রয়েছে। ২০ ম্যাচ শেষে ইন্টার মিলান ৫১ পয়েন্ট নিয়ে সবার উপরে। ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট জুভেন্টাস অনুসরণ করে চলেছে ইন্টার মিলানকে।
