ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরি 'এ'

এসি মিলানকে স্তব্ধ করে জয় নাপোলির

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ এএম

সিরি 'এ'তে জয়যাত্রা অব্যাহত রেখেছে নাপোলি। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে অ্যাওয়েতে এসি মিলানকে হারিয়ে বড় একটা বাধা পার হয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। ২-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। রোমেলু লুকাকু ও কারাতসখেলিয়া গোল দুটো করেন।

এ জয়ের ফলে নাপোলি পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও সংহত করেছে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৫।

লিগে নাপোলির এটা টানা পঞ্চম জয়। কোচ আন্তোনিও কন্তের অধীনে টানা ৯ ম্যাচে অপরাজিত তারা। অথচ লিগের শুরুতে বড়  একটা অস্বস্তিতে পড়তে হয়েছিল কন্তেকে। লিগের প্রথম ম্যাচে তারা হেলাস ভেরোনার কাছে হেরেছিল।

ম্যাচের শুরুতেই নাপোলি স্বাগতিক এসি মিলানকে চমকে দেয়। দর্শকেরা নিজ নিজ আসনে বসার আগেই নাপোলি সমর্থকরা গোল আনন্দে মেতে ওঠেন। নাপোলি যখন প্রথম গোল পায় তখন খেলার বয়স মাত্র পাঁচ মিনিট। রোমেলু লুকাকু করেন গোলটি। মৌসুমে এটা ছিল তার পঞ্চম গোল। বিরতির পাঁচ মিনিট আগে নাপোলি তাদের দ্বিতীয় গোল পায়।

লিগের উদ্বোধনী ম্যাচে নাপোলি তিন গোল হজম করেছিল। তারপর যেনো তারা তাদের রক্ষণভাগকে নিশ্ছিদ্র করে তুলেছে। এ পর্যন্ত আর মাত্র দুই গোল হজম করেছে তারা।

AHA/FI
আরও পড়ুন