ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দাপুটে জয় পেল বাংলাদেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্সে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে তারা এশিয়ার দল নেপালকে ৫ উইকেটে হারিয়েছে। নেপালের করা ১৬৯ রানের জবাবে বাংলাদেশ ১৪৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশ সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে।

গ্রুপ ১ থেকে এরই মধ্যে ভারত সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তাদের পয়েন্ট ৬। পাকিস্তানেরও পয়েন্ট ৬। তবে রান গড়ে পিছিয়ে থাকায় তাদের এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি। নেপালের বিপক্ষে জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। ফলে শেষ ম্যাচে বাংলাদেশকে শুধু জয় পেলে চলবে না পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রানরেটের দিকে নজর রাখতে হবে।

ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে নেপাল টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। বাংলাদেশের বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ব্যতিক্রম ছিল চতুর্থ উইকেট জুটি। অধিনায়ক ডেভ খানাল ও বিশাল বিক্রম এ জুটিতে ৬২ রান করেন। অধিনায়ক খানাল ৬০ বলে ৩৫ রান করেন। তিনটি বাউন্ডারি ছিল তার ইনিংসে।

অন্যদিকে বিশাল বিক্রম ৪৮ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন। তবে এ জন্য খেলেছেন ১০০ বল। এই দুই ব্যাটার ছাড়া আর কোনো ব্যাটার বাংলাদেশের বোলারদের জন্য মাথাব্যথার কারণ হতে পারেননি। যার ফলে নেপালের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান ৩১‌ এসেছে অতিরিক্ত খাত থেকে।

বাংলাদেশের সফল বোলার ছিলেন জীবন ও বর্ষন। বর্ষন মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। জীবন তিন উইকেট শিকার করেছেন ৩৪ রানে।

জবাবে জয় পেতে বাংলাদেশকে তেমন কোনো দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। সহজ লক্ষ্য তাড়া করার পথে ওপেনার জিসান আলম ৫৫ রান করেছেন। আরিফুল ইসলামের সংগ্রহ ছিল ৫৯ রান। অপরাজিত তিনি। তবে দ্রুত রান তোলার চেষ্টায় শেষ দিকে দুটো উইকেট হারায় বাংলাদেশ। 

AS/SA
আরও পড়ুন