ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনুর্ধ্ব-১৬ নারী সাফ ফুটবল

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৬:৫৫ এএম

অনুর্ধ্ব-১৬ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৫ মার্চ) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়ে উভয় দল পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে।

নিজেদের প্রথম ম্যাচে ভারত ৭-০ গোলে ভুটানকে হারিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল। উভয় দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ভারত পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। আজকের ম্যাচে যে দল জয় পাবে তারা এক ম্যাচ হাতে রেখে ফাইনাল খেলা নিশ্চিত করবে। যে দল হারবে তাদের সামনেও ফাইনাল খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে তাদের জয় পেতে হবে। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। আর বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।

চার দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত অন্য দুই দলের তুলনায় শক্তিশালী দল। ফলে এই দুই দলের ম্যাচ নিয়ে উত্তেজনার শেষ নেই। ভারতের কোচ কোনো অপেক্ষায় রাজি নন। বাংলাদেশকে হারিয়ে আগেভাগে ফাইনাল নিশ্চিত করতে চান। দলটির কোচ বিবাই থমাস বলেছেন, ‌এটা শতভাগ নিশ্চিত যে, আমরা বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামব। আমরা রক্ষণাত্মক খেলা খেলবো না। তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।'

তবে কাজটা যে কঠিন তা ভালোভাবে জানেন ভারতের কোচ বিবাই থমাস। বাংলাদেশের শক্তি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ সবসময়ের জন্য ভালো দল। তাদের দলে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তারা অনূর্ধ্ব-১৭ দলে খেলেছে। সব মিলিয়ে তাদের রক্ষণভাগ যেমন শক্তিশালী তেমনি মাঝমাঠ ও আক্রমণভাগও শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পেতে আমাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে হবে।

ভুটানের বিপক্ষে ম্যাচের তুলনা এনে বিবাই থমাস বলেন, ভুটানের বিপক্ষে আমরা ৩০ থেকে ৩৫ বার আক্রমণ করেছি। গোল করেছি সাতটা। বাংলাদেশের বিপক্ষে এমন সুযোগ পাওয়া যাবে না। তবে যে সুযোগগুলো আমরা পাব তা কাজে লাগাতে হবে।

বাংলাদেশ-ভারত ম্যাচটি চিয়াশাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। এটি ঘাসের মাঠ। কিন্তু প্রথম ম্যাচের পর মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি অন্য মাঠে নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি কৃত্রিম ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে।

AH
আরও পড়ুন