আগামী ২০ জুলাই বক্সিং রিংয়ে নামবেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন। এদিন জেক পলের বিপক্ষে লড়বেন। এ লড়াইয়ের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন সাবেক এ চ্যাম্পিয়ন।
বর্তমানে টাইসনের বয়স ৫৭ হলেও লড়াই যখন হবে তখন তার বয়স দাঁড়াবে ৫৮। অন্যদিকে পলের বয়স ২৭। দুইজনের বয়সের পার্থক্য ৩১ বছর। ফলে এই লড়াই নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে। বিশেষ করে একজন তরুণ যোদ্ধার বিপক্ষে একজন বয়স্ক মানুষের লড়াই নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে অনেকে। একদিক থেকে টাইসনের বয়স বেশ বেড়েছে। অন্যদিকে অনেকদিন ধরেই তিনি লড়াইয়ে নেই।
টাইসন তার ক্যারিয়ারে ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন। জিতেছেন ৫০টিতে। প্রায় ৩৯ মাস তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন থেকেছেন। সাফল্যের সঙ্গে ৯ বার তিনি তার শিরোপা ধরে রেখেছেন।
টাইসনের প্রথম অনুশীলনের ভিডিওতে দেখা যায়, তিনি সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন চাক লিডলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন সম্পর্কে লিডল বলেন, প্রথম দিন সে ভালোই অনুশীলন করেছে। দিনের বাকি সময়টা বিছানায় পার করেছে। এখনো বেশ কয়েক সপ্তাহ অনুশীলন করতে হবে। প্রথম দিন অনুশীলনের পর সে ভালো বোধ করেছে।
