ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম

নিজের দশমতম ওভার আর করতে পারলেন না মুস্তাফিজ। রান আপের মধ্যেই আটকে গেলেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। পায়ে টান লেগে থমকে দাঁড়িয়েছিলেন ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে বাঁহাতি পেসারকে। জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। 

প্রথম ওয়ানডের পর দল থেকে বাদ পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাজে ফর্মের কারণে ভুগতে থাকা মুস্তাফিজ অবশ্য এক ম্যাচ পরেই ফিরেছেন দলে। তানজিম সাকিবের ইনজুরিতে দলে ফিরে এদিন অবশ্য দারুণ বোলিং করছিলেন। তবে নিজের বোলিং কোটা পূরণ করার আগেই মাঠ ছাড়তে হলো তাকে।

সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দারুণ বোলিংয়ে খুব একটা ভালো হয়নি লঙ্কানদের ব্যাটিং। বল হাতে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে এই ম্যাচে জ্বলে উঠেছেন মুস্তাফিজুর রহমানও। তানজিম সাকিবের ইনজুরিতে দলে ফেরা মুস্তাফিজ এদিন দুই উইকেট শিকার করেছেন। শুধু উইকেট শিকারই নয়, রান দেয়ার ক্ষেত্রেও যথেষ্ট কৃপণতা দেখিয়েছেন তিনি।

MB/AST
আরও পড়ুন