ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাইয়ে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হচ্ছে না

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরমেটেই সামনের জুলাইয়ে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি স্থির থাকছে না। সূচিটি পিছিয়ে গেছে। আফগানিস্তান এই সিরিজের আয়োজক ছিল। দু’দেশের ক্রিকেট বোর্ডের পারস্পারিক সম্মতিতে সিরিজ পিছিয়ে গেছে। এই সিরিজের নতুন কোনো তারিখ বা সময়সূচি নির্ধারণ করা হয়নি। উভয় বোর্ড নিজেদের মধ্যে আলোচনায় বসে পরে বিষয়টি চূড়ান্ত করবে।

শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য সাংবাদিকদের জানান।

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এই সিরিজের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কারণে এই সিরিজটি হয় ভারত নয়তো সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতো। স্বদেশে ক্রিকেটীয় অবকাঠামোগত দুরাবস্থার জন্য হোম ম্যাচগুলো সাধারণত আফগানিস্তান এই দুই দেশেই খেলে থাকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজ খেলতে রাজি হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পুনঃনির্ধারণ করা হবে।

২০২৪ সালে সাদা বলের অন্যান্য অ্যাসাইনমেন্টের পাশাপাশি ১২টি টেস্ট খেলার কথা থাকলেও এখন মাত্র আটটি টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ।

AS/SA
আরও পড়ুন