চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ১০২ রানে শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৪৫৫ রান। শ্রীলঙ্কা ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে। ক্রিজে থাকা অ্যাঞ্জেল ম্যাথুস ৩৯ রান করেছেন। খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট।
সোমবার (১ এপ্রিল) ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি টাইগাররা। দিনের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭৮ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার জাকির হাসান। ৩৩ রান করেন মুমিনুল হক সৌরভ।

৩৫৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশ দলকে ফলোঅনের লজ্জা না দিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০২ রান।
