ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চেরা ভ্রু, নতুন হেয়ারস্টাইল, কত খরচ করেছেন বিরাট?

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৫৬ এএম

চেরা ভ্রু, নতুন হেয়ারস্টাইলে হাজির হয়েছেন ভারতে অন্যতম ক্রিকেটার বিরাট কোহলি। সম্প্রতি সেলিব্রিটি হেয়ারড্রেসার আলিম হাকিমের সৌজন্যে আইপিএল ২০২৪-এর আগে আকর্ষণীয় হেয়ারস্টাইলে দেখা দিলেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা চলছে। এমএস ধোনির মতো শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে এর আগে কাজ করেছেন আলিম হাকিম। 

কোহলির নতুন হেয়ারস্টাইল সেট করা নিয়ে কথা বললেন হাকিম। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি নতুন চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিলেন তিনি। সঙ্গে কোহলির এই ভাইরাল চুলের স্টাইল, ভ্রু-তে স্লিট, সবই উঠে এল তার কথায়।

হাকিম বলেন, আমি কত টাকা পারিশ্রমিক নেই তা তো সবাই জানে। ১ লাখ টাকা থেকে শুরু হয়। আর এটা ন্যূনতম।মাহি স্যার এবং বিরাট, তারা খুব পুরানো বন্ধু এবং তারা দীর্ঘদিন ধরে চুল কাটার জন্য আমার কাছে আসছে। আর যেহেতু এখন আইপিএল আসছে, তাই আমরা দারুণ ও ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’বিরাটের কাছে সবসময়ই রেফারেন্স থাকে যে ‘আমাদের এটা ট্রাই করতে হবে। পরেরবার এরকম করব…। 

হাকিম ফ্যাশন জগতে কোহলির অপরিসীম ফ্যান ফলোয়িং এবং প্রভাবের উপর জোর দেন। তার স্টাইলিং এবং নান্দনিক পছন্দগুলিকে তুলে ধরেন। প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি সম্পর্কেও বলেন, ‘তিনি কোনও হলিউড অভিনেতার চেয়ে কম নন’।

হাকিম বলেন, সারা বিশ্বের মানুষ বিরাট কোহলিকে অনুসরণ করে। ফ্যাশন এবং নান্দনিকতার ক্ষেত্রে বিরাট কোহলি একটি বড় সেনসেশন। ফ্যাশনের ক্ষেত্রে তার নিজস্ব নান্দনিকতা এতটাই শক্তিশালী। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়ও। কিন্তু স্টাইল, ফ্যাশনের দিক থেকেও তিনি এক নম্বরে। আর আমরা যখন ধোনির কথা বলি, তখন আমি মাহিকে একেবারে অন্যভাবে কল্পনা করি। আমার কাছে তিনি কোনও হলিউড অভিনেতার চেয়ে কম নন। আমি সবসময় তাকে একজন তারকা হিসেবে, শান্ত মানুষ হিসেবে কল্পনা করি। সূত্র: হিন্দুস্তান টাইমস

MB/AST
আরও পড়ুন