দেশের হ্যান্ডবল খেলার ধারাবাহিক মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ)-এর সহযোগিতায় আইএইচএফ ডি-লাইসেন্স কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদ্জ্জুামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আজগর খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি ও কোর্সের সাংগঠনিক কমিটির আহবায়ক মো. নুরুল ইসলাম, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কোষাধ্যক্ষ এবং সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও কোর্স কোর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসেন, জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক মো. কামরুল ইসলাম কিরনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
ছয় দিনব্যাপী আবাসিক ডি-লাইসেন্স কোর্সটিতে ২ জন ভারতীয়সহ মোট ৩০জন প্রশিক্ষক অংশ গ্রহণ করেছেন। আগামী ২৩ এপ্রিল সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের কার্যক্রম সমাপ্ত হবে।
