ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুবাইয়ে জয়ের দেখা পেলেন ফাহাদ

আপডেট : ১০ মে ২০২৪, ০৭:৫৬ এএম

দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। পঞ্চম রাউন্ডে তিনি হারিয়েছেন মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার মুনগুনতুল বাটখুয়াংকে। সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মুনগুনতুল বাটখুয়াংয়ের সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৭ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ রহমান তুরস্কের গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপের সাথে খেলবেন।

টুর্নামেন্টে ফাহাদ দারুণ খেলছেন। শুরুটা তার চমৎকার ছিল। কিন্তু চতুর্থ রাউন্ডের খেলায় হার তার পারফরম্যান্সে ছন্দপতন ঘটায়।

ফাহাদ গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন। এই টুর্নামেন্ট থেকেও তার জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাকে বাকি চার রাউন্ডে ভালো করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিপক্ষের রেটিংও এখন বিবেচ্য বিষয়।

এদিকে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের শ্রীনগর শহরে অনুষ্ঠিত ৩য় কাশ্মির আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন চ্যাম্পিয়নশিপের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় স্থান লাভ করেন।

শেষ রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, ভারতের অনুস্তপ বিশ্বাস ও আন্তর্জাতিক মাস্টার নিরোজ কুমার মিশ্রা সাড়ে সাত পয়েন্ট অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে অনুস্তপ বিশ্বাস চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক মাস্টার নিরোজ কুমার মিশ্রা রানার-আপ ও ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন তৃতীয় হন।

সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ স্থান লাভ করেছেন। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ দ্বাদশ, পাঁচ পয়েন্ট করে নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের মোঃ আনিচুজ্জামান জুয়েল ৩১তম হন। একই পয়েন্ট করে পেয়ে আসিয়া সুলতানা ৩৮তম ও কৌমুদি নার্গিস ৪২তম স্থান লাভ করেন। এ টুর্নামেন্টে ১০৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

AH
আরও পড়ুন