চাপের কারণেই টি-টোয়েন্টি এত প্রিয় মুস্তাফিজের

আপডেট : ১৯ মে ২০২৪, ১২:৫৪ পিএম

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। পেস আক্রমণে বাংলাদেশের মূল আস্থার জায়গা। তাই মুস্তাফিজের কাছ থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছুই প্রত্যাশা করছে বাংলাদেশ দল। মুস্তাফিজেরও চাওয়া সেরকমই। বড় মঞ্চে নিজের সেরাটা নিঙরে দিয়ে দেশকে সাফল্য এনে দেওয়া। বিসিবিকে দেওয়া 'গ্রিন রেড স্টোরি' নামে সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নিয়মিত খেললেও টেস্ট থেকে দূরে থাকেন মুস্তাফিজ। সময় দেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটে। মুস্তাফিজকে নিয়ে এমন অভিযোগ থাকলেও দেশের হয়ে খেলাতেই গর্বের মনে করেন তিনি। আর পছন্দ করেন টি-টোয়েন্টি ক্রিকেট।

মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবে স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

দেশের হয়ে এখন পর্যন্ত ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তফিজ। খেলেছেন আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যেখানে অর্জিত অভিজ্ঞতা সতীর্থদের মাঝেও ছড়িয়ে দিতে চান তিনি। বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’