ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। নিরাপত্তার অযুহাতে বিসিবির এই সাহসী অবস্থানকে সমর্থন জানিয়ে এবার খোদ পাকিস্তানকেও টুর্নামেন্ট বয়কটের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
তার মতে, বাংলাদেশ আইসিসিকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পাকিস্তানের উচিত এখন তার পাশে দাঁড়িয়ে ক্রিকেটের বর্তমান ইকোসিস্টেমকে বদলে দেওয়া।
গত বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে খেলা এবং বিকল্প ভেন্যু নিয়ে ভোটাভুটি হয়। সেখানে বিসিবির প্রস্তাবের পক্ষে একমাত্র সমর্থন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সভা শেষে আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকের পর সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে—শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তর না করা হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে রশিদ লতিফ লিখেছেন, ‘সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পিসিবি কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?’

পরবর্তীতে ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শো-তে তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এ বিষয়ে এখনই হস্তক্ষেপ করা উচিত। যদি পাকিস্তান এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট ঘোষণা করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে তাদের জন্য ভারত নিরাপদ নয়। আইসিসি বা বিসিসিআই যা-ই বলুক না কেন, বাংলাদেশ একবার সিদ্ধান্ত নিলে তা করেই ছাড়ে।’
রশিদ লতিফ মনে করেন, পাকিস্তান যদি এই মুহূর্তে টুর্নামেন্ট বয়কট করে, তবে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার ফলে বিশ্বকাপের আয় এক ধাক্কায় ৫০ শতাংশ কমে যাবে।
তিনি বলেন, ‘পাকিস্তানের হাতেই এখন ট্রাম্পকার্ড। আইসিসির অনুদান বা জরিমানার চিন্তা ছেড়ে দিয়ে ক্রিকেটের এই অসম ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটাই সেরা সময়। দক্ষিণ আফ্রিকা ২১ বছর নিষিদ্ধ থেকেও শেষ হয়ে যায়নি। বাংলাদেশের পাশে দাঁড়ানোই হবে এখন সঠিক সিদ্ধান্ত।’
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ না নেয়, তবে আইসিসি অন্য কোনো দলকে সুযোগ দেবে কি না বা পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে কি না, তা নিয়ে এখন বিশ্ব ক্রিকেটে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে সাবেক ক্রিকেটারদের মতামত
ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ
