ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পরিশ্রান্ত গার্দিওলা আগামী মৌসুমে ম্যানসিটি ছাড়বেন

আপডেট : ২০ মে ২০২৪, ০৭:৫৭ এএম

ম্যানচেস্টার সিটিকে আরো একবার শিরোপা এনে দিলেন পেপ গার্দিওলা। একবার বা দুইবার নয়, টানা চতুর্থবার পেপ গার্দিওলার অধীনে লিগ শিরোপা জয় করেছে ম্যানসিটি। সব মিলিয়ে গার্দিওলার অধীনে ম্যানসিটির লিগ শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

৫৩ বছর বয়সী গার্দিওলা এবার ম্যানসিটির সঙ্গে সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনই নয়, ক্লাবটির সঙ্গে যে চুক্তি রয়েছে সেই চুক্তিকে সম্মান করতে চান। অর্থাৎ আগামী মৌসুম পর্যন্ত বর্তমান দায়িত্ব অব্যাহত রাখতে চান গার্দিওলা। নতুন করে আর চুক্তি করতে চান না তিনি। এ বিষয়ে গার্দিওলা বলেন, প্রকৃত বিষয় হচ্ছে আমি এখন এখানে থাকার চেয়ে চলে যাওয়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। আমরা উভয় পক্ষ কথা বলেছি এবং আমি এখন এখানেই থাকছি। আগামী মৌসুম পর্যন্ত থাকবো, তারপর আবার কথা বলবো।

ম্যানসিটিতে গত আট বছরে গার্দিওলা ১৫টি বড় ধরণের ট্রফি জয় করেছেন। এই সংখ্যাটা ১৬ করার জোরালো সম্ভাবনা রয়েছে। এফএ কাপের শিরোপা জেতার হাতছানি তাদের সামনে। আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে তারা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে।

একটা কাজ দীর্ঘ সময় বা দীর্ঘ দিন করলে যেমন পরিশ্রান্তি চলে আসে গার্দিওলা এখন ঠিক সে অবস্থায়। বলেছেন, আমি পরিশ্রান্ত, এখন ভিন্ন কিছু দরকার। মাঝে মাঝে মনে হয় আমি পরিশ্রান্ত। তবে কিছু কিছু সময় আমি বেশ উপভোগ করি। নতুন নতুন জয় পেতে ভালো লাগে, নতুন নতুন খেলোয়াড়দের সঙ্গে পরিচয়টাও উপভোগ্য।'

গার্দিওলা আরো বলেন, প্রিমিয়ার লিগে কোনো দল আগে কখনো টানা চার শিরোপা জয় করতে পারেনি। আমি তখন এ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করি। এখন সে লক্ষ্য অর্জিত হয়েছে। এখন নতুন কোনো লক্ষ্য স্থির করতে হবে। তবে এটি খুব কঠিন। কেননা যখন সবকিছু করা হয়ে যায় তখন নতুন কিছু করা কঠিন হয়ে পড়ে।

AH
আরও পড়ুন