বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। এ ম্যাচের মাধ্যমে দেশের মাটিতে হামজা চৌধুরী ও কানাডিয়ান ফুটবল খেলোয়ার সমিত সোমের অভিষেক হতে যাচ্ছে। যদিও ইতোমধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন, সেটি ভারতের মাটিতে। তবে সমিতের জন্য এটিই প্রথম।
শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।
এবারই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইন উদ্যোগ নিয়েছে। দর্শকরা www.tikify.live ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
জানা গেছে, ৯টি ভিন্ন ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০টি টিকিট বিক্রি হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে সাধারণ গ্যালারির জন্য ৪০০ টাকা থেকে আর সর্বোচ্চ হসপিটালিটি ও করপোরেট বক্সের জন্য ৫ হাজার টাকা পর্যন্ত।
প্রধান টিকিট ক্যাটাগরি ও মূল্য
সাধারণ গ্যালারি জন্য ৪০০ টাকা, ক্লাব হাউজ-২ এর জন্য ২ হাজার, ক্লাব হাউজ-১, ভিআইপি-২, ভিআইপি-৩ এর জন্য আড়াই হাজার, স্কাই ভিউ–৩ হাজার, ভিআইপি-১ এর জন্য ৪ হাজার, হসপিটালিটি ও করপোরেট বক্স এর জন্য ৫ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।
টিকিট কেনার নিয়ম
দর্শককে নিজের নাম, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর চেকআউট প্রসেসে গিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ, সিঙ্গাপুরের মুখোমুখি হবে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে।