ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াই শেষ প্রান্তে চলে এসেছে। শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথা ভেঙে এবারই প্রথম ৩২ দলের বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। নানা নাটকীয় পর্ব পেরিয়ে এখন সেটা নেমে এসেছে চার দলে। অর্থাৎ শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ফ্লুমিনেন্স।
কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দুটি ম্যাচ ছিল পিএসজি-বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড। উভয় ম্যাচেই উত্তেজনার পারদ চড়ে বসতে দেখা গেছে। বায়ার্নকে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর দল।
শেষ আটের অপর দুই ম্যাচে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
চেলসি ও ফ্লুমিনেন্স প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আগামী মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। আর তার পরের দিন বুধবার (৯ জুলাই) দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল।
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
৮ জুলাই, রাত ১টা – চেলসি বনাম ফ্লুমিনেন্স
৯ জুলাই, রাত ১টা – রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি
ফাইনাল:
১৩ জুলাই, রাত ১টা,
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ