ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে শনিবার (১৬ আগস্ট) রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রথম দিনে হয়েছে প্রথম পর্বের ম্যাচগুলো। এতে শুরুতেই জয় পেয়েছে শেরপুর, মাদারীপুর, বিজিবি ও ফরিদপুর।

দিনের প্রথম ম্যাচে কক্সবাজারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে ফরিদপুর। পরের ম্যাচে শেরপুর ৩-২ গোলে বরগুনাকে হারিয়েছে। অন্য ম্যাচে মাদারীপুর ২৩-৮ গোলে হারিয়েছে দিনাজপুরকে।

প্রথমার্ধে মাদারীপুর ১০-৪ গোলে এগিয়ে ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১-৭ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। প্রথমার্ধে ৫-৩ গোলে এগিয়ে ছিল বিজিবি। এরপর ফরিদপুর ২৩-৬ গোলে হারিয়েছে বরগুনাকে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ১৯টি দল। জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

শনিবার (১৬ আগস্ট) প্রতিযোগিতা শুরু হলেও প্রতিযোগিতার উদ্বোধন ১৭ আগষ্ট। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: আলী হোসেন ফকির এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো: শাহরিয়ার আলম।

MMS
আরও পড়ুন