ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:৪৫ এএম

নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই শুরু করলো রিয়াল মাদ্রিদ। তবে ওসাসুনার বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হলো লস ব্লাঙ্কোদের।

লা লিগায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারাল রিয়াল। পেনাল্টি থেকে দলকে একমাত্র জয়সূচক গোলটি এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখল, আক্রমণ, কিংবা গোলের লক্ষ্যে শট; সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে, ১৮টি শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। বিপরীতে ২টি শট নিলেও সেগুলো লক্ষ্য বরাবর ছিল না ওসাসুনার। কিন্তু আধিপত্য দেখালেও জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে শাবি আলোনসোর শিষ্যদের।
 
প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অবশ্য উল্লেখ করার মতো আক্রমণ চালাতেও পারেনি তারা। কেবল ২৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন এদের মিলিতাও। কিন্তু বক্সে পরে লাফিয়ে ওঠা বলটিকে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও এরেরা।
 
বিরতির পর সাফল্যের দেখা পায় রিয়াল। বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ক্রুজ। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এরপর লিড বাড়িয়ে নেয়ার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যায় আলোনসোর শিষ্যরা। কিন্তু ওসাসুনার রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়ে তারা আর জালে বল জড়াতে পারেনি। শেষদিকে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার মিডফিল্ডার আবেল ব্রেতোনেস।
 
এরপর ১০ জনের দল নিয়ে ওসাসুনা আরও চার মিনিট খেললেও সুবিধা করতে পারেনি রিয়াল। ১-০ গোলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
 
লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ আগামী ২৪ আগস্ট ওভেইদোর বিপক্ষে লড়বে রিয়াল।

khk
আরও পড়ুন