ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানের হামলা

৩ ক্রিকেটার নিহত, যা বললেন রশিদ খান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান।

এই ঘটনার পর শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েডে ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রশিদ খান লিখেছেন, আফগানিস্তানে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো আমাদের জন্য এক গভীর বেদনার ঘটনা। যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল, সেসব তরুণ প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি মেনে নেওয়া যায় না।

তিনি আরও লেখেন, বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।

দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সমর্থন জানিয়ে রশিদ খান আরও লেখেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলাগুলো থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই। এটি আমাদের জাতীয় মর্যাদা ও জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্ত বার্তা। এই দুঃসময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না।

এদিকে তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি উল্লেখ করে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

SN
আরও পড়ুন