আইপিএল নিলাম আজ: ৭ টাইগারের ভাগ্য পরীক্ষা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুমের নিলাম আজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে খেলোয়াড় বেচাকেনার এই উত্তেজনাপূর্ণ অনুষ্ঠান।

টানা দ্বিতীয়বারের মতো ভারতের বাইরে বসছে নিলামের আসর। ১৯তম আসরের জন্য এবার একদিনেই শেষ হবে এই ‘মিনি অকশন’। চূড়ান্ত তালিকায় থাকা ৩৫০ জন ক্রিকেটারের মধ্য থেকে সর্বোচ্চ ৭৭ জনকে দলে ভেড়াতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য কোটা রয়েছে ৩২টি।

এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে ৭ জন টাইগারের দিকে। এর মধ্যে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। বিগ ব্যাশে ডাক পাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনসহ পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।

এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।

DR/AHA