আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ দল ভারতে এসে বিশ্বকাপ খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি বাংলাদেশের ওপরই ছেড়ে দিয়েছে ভারত সরকার। তবে অংশগ্রহণকারী সব দেশকে উষ্ণ অভ্যর্থনা ও সর্বোচ্চ নিরাপত্তা দিতে তারা প্রস্তুত।
সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, ভারত সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।’
ভারতীয় সরকারি সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ দল খেলতে এলে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ‘বল এখন বাংলাদেশের কোর্টে’ এমন মন্তব্য করে দেশটি ইঙ্গিত দিয়েছে যে, বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তটি এখন সম্পূর্ণ বিসিবির ওপর নির্ভর করছে। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসি বা বিসিবির পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কে বিসিবি পরিচালক
আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি
