সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের অংশ হিসেবে সব ধরনের ক্রিকেট ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে নামবেন না বলে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন এ ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘আমরা খেলায় আপত্তি করছি না, তবে সবকিছুরই একটা সীমা আছে। এম নাজমুল ইসলাম ক্রিকেটের প্রতি সম্মান দেখাননি। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তিনি ক্রিকেট এবং বিভিন্ন সেক্টরকে অপমান করেছেন। এই অবস্থায় তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা মাঠে নামব না।’

মিথুন আরও বলেন, ‘আমাদের এই সিদ্ধান্তে যেতে বাধ্য করা হয়েছে। আমরা সবাই খেলতে চাই, তবে আমাদের ন্যায্য দাবি মানতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রিকেটার নুরুল হাসান সোহানও একই সুরে কথা বলেন। তিনি জানান, ‘সবাই খেলার জন্য প্রস্তুত। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে নামব না।’

এদিকে এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে।

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের এই কঠোর অবস্থান দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিপিএলসহ চলমান ও আসন্ন ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত সমাধান না এলে ক্রিকেট কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

NB/FJ
আরও পড়ুন