গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত, ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমনটাই জানাগেছে ডেইলি সানের প্রতিবেদন।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বুলবুলের বিদেশযাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে নজর কাড়ছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে বুলবুল প্রথমে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন। তিনি জানান, দেশে থেকেই বোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শিগগিরই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থান বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমটি।

বিমানবন্দর সূত্রে জানায়েছে, ‘তিনি গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সূত্রটি আরও জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে।’

সংকটময় সময়ে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর কতটা প্রভাব ফেলবে এবং সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে চলবে—সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

AHA
আরও পড়ুন