আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। আর সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। এমন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি দুই দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
তবে ১২তম ওভারে বৃষ্টির হানায় বন্ধ রয়েছে খেলা। এর আগ পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। শরিফুল ইসলামের খাটো লেন্থের বল মারতে গিয়ে রিশাদের হাতে সহজ ক্যাচ দেন তিনি। ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।
তবে সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সাইফার্ট। রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। ২৩ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত তানজিম সাকিবের শিকার হন তিনি। সাইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।
আজকের ম্যাচে লিটন দাস খেলতে পারছেন না চোটের কারণে। টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
