জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ৬ বল হাতে রেখে ২ উইকেটে জয় তাদের। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে গেল।
প্রতিপক্ষ জিম্বাবুয়ের সংগ্রহ যে খুব সমৃদ্ধ ছিল তা নয়। তারপরও শ্রীলঙ্কাকে জয় পেতে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৪৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ের করা ২০৮ রানের জবাব দিতে শ্রীলঙ্কাকে ৪৯তম ওভারের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। হারাতে হয়েছে ৮ উইকেট।
আগে ব্যাট করে মাত্র ২০৮ রান করলেও জয়ের পথে ছিল জিম্বাবুয়ে। তেমন সম্ভাবনা তারা তৈরি করেছিল। অন্তত শুরুটা তেমন ছিল। রিচার্ড এনগ্রাভার বিধ্বংসী বোলিংই তাদের জয়ের স্বপ্ন দেখিয়েছিল। ৫৩ রানের মধ্যে শ্রীলঙ্কার চার উইকেট পতন ঘটিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পাঁচ উইকেট শিকার এই পেসারের। ১০ ওভারে ৩২ রান দিয়ে এই পাঁচ উইকেট নেন তিনি।
এনগ্রাভার এমন বোলিং সত্ত্বেও শ্রীলঙ্কার নবম উইকেট জুটির কারণেই জিম্বাবুয়েকে হতাশ হতে হয়। এই উইকেট জুটিতে দুশমান্ত চামিরা ও জেফ্রে ভ্যান্ডারসে ৩৯ রানের জুটি গড়েন। এর আগে অবশ্য অন্য প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থাকলেও জানিথ লিয়াঙ্গে অবিচল ছিলেন। ৯৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের বিপর্যয় এড়ান।
এর আগে ব্যাটিংয়ের শুরুতে জিম্বাবুয়ে বিপর্যয়ে পড়লেও অসাধারণ এক ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ এরভিন। ৮২ রানের ঝলমলে ইনিংসটি খেলতে তিনি ১০২ বলের মোকাবেলা করেছেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারিও মেরেছেন তিনি। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
