ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টি কেড়ে নিল আসালাঙ্কার সেঞ্চুরির আনন্দ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৫৭ পিএম

দারুণ এক সেঞ্চুরি করেছেন চারিথ আসালাঙ্কা। কিন্তু সেঞ্চুরির উৎসবটা ঠিকমতো করতে পারলেন না। বৃষ্টি তার আনন্দ কেড়ে নেয়। শনিবার (৬ জানুয়ারি) কলম্বোয় শুরু হয়েছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভার খেলতে পারলেও জিম্বাবুয়ে খেলতে পেরেছে মাত্র ৪ ওভার।

আগে ব্যাট হাতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে। বেশির ভাগ ব্যাটার ব্যর্থ হলেও চারিথা আসালাঙ্কার সেঞ্চুরিতে লঙ্কার এই সংগ্রহ। ১০১ রান করেন চারিথা। বাঁ হাতি এ ব্যাটারের এটা তৃতীয় ওয়ানডে শতক। ৯৫ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচ বাউন্ডারির পাশাপাশি চার ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

চারিথার এ ইনিংসটিতে শুধু যে তার ব্যাটিং শৈলির সৌন্দর্য প্রকাশ পেয়েছে তা নয়, ইনিংসটি ছিল তার শান্ত মেজাজের প্রতীক। তার সতীর্থরা একের পর এক আসা যাওয়ার তালে থাকলেও তিনি ছিলেন অবিচল।

স্কোর বোর্ডে ২৭৩ রান রেখে শ্রীলঙ্কার বোলিংয়ের শুরুটাও ছিল দারুণ। দিলশান মাধুশাঙ্কা অসাধারণ বোলিং করেছেন। দুই ওভার বোলিং করে দুই উইকেট নিয়েছেন। খরচ হয়নি কোনো রান। ফলে ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল মাত্র ১২ রান। এ অবস্থায় বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।

IL
আরও পড়ুন