ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সফরকারী পাকিস্তান। আজ সকালে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান ৪২ রানে জয় পেয়েছে। ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের করা ১৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৯২ রানে অল আউট হয়। এর ফল পাকিস্তান হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রেহাই পেয়েছে।

পাকিস্তানের এ জয়ে নেতৃত্ব দিয়েছে বোলাররা। সফল বোলার ছিলেন ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। ইফতিখার ৪ ওভারে ২৪ রানে তিনটি উইকেট পান। আফ্রিদি ও নওয়াজ- উভয়ে দুটো করে উইকেট নিয়েছেন। তাদের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারায়।

বড় ব্যবধানে জয় পেলেও পাকিস্তানের ব্যাটিংয়ে রয়েছে সেই নাজুক অবস্থা। মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান ছাড়া সবাই ছিলেন ব্যর্থতার তালিকায়। আর এই ব্যর্থতার শুরুটা ওপেনার হাসিবুল্লাহ খানকে দিয়ে। অভিষেক ম্যাচ ছিল এটি তার। আর অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জায় ডুবতে হয়েছে তাকে। একে একে এই ব্যর্থতার তালিকায় ছিলেন বাবর আজম (১৩), মোহাম্মদ নওয়াজ (১), ইফতিখার আহমদ (৫)। এর মাঝে রিজওয়ান ও ফখর জামানের ব্যাটিং  পাকিস্তানকে সম্মানজনক রান এনে দেয়।

রিজওয়ান ৩৮ বলে ৩৮ রান করেন। তবে ফখর জামান ছিলেন বিধ্বংসী ভূমিকায়। মাত্র ১৬ বলে করেন ৩৩ রান। একটা মাত্র বাউন্ডারি তার ইনিংসে। ওভার বাউন্ডারি ছিল চারটি।

পাকিস্তানের হারানো উইকেটগুলো টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইস সোধী সমানভাবে ভাগ করে নেন। প্রত্যেক দুটো করে উইকেট নেন।

আরও পড়ুন