ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেমন আছেন সৌম্য-মুস্তাফিজ, জাকের?

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১২ পিএম

শ্রীলঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডেতে সিরিজের শেষ ম্যাচ ছিলো টাইগারদের জন্য ইনজুরির মহড়া। খেলায় টস জিতে প্রথমেই ব্যাটিং নেয় লঙ্কানরা। এসময় টাইগারদের মোট চার ক্রিকেটার ইনজুরিতে পড়ে। এদের মধ্যে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। এর মধ্যে জাকেরকে নেওয়া হয় হাসপাতালে। 

ম্যাচের ৪৮তম ওভারে শেষ ওভার বোলিং করতে আসেন মোস্তাফিজ। একটা বল করার পর পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যান তিনি। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। পরে স্ট্রেচারে উঠে মাঠ ছেড়েছেন এই পেসার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, ‘মোস্তাফিজের ক্র্যাম্প করেছে। ও ঠিক আছে এখন। সৌম্য ভাইয়েরটা আমি জানি না, ফিজিওরা বলতে পারবে। জাকের পর্যবেক্ষণে।’ 

এদিকে সৌম্যের অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, সৌম্য বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বিজ্ঞাপনের বিলবোর্ডে ধাক্কা খায়। তার মাথা এ সময় মাটিতে আঘাত পায় এবং কাঁধেও জোরে চোট লাগে। এরপর তার মাথাব্যথা শুরু হয় এবং দেখতে সমস্যা হচ্ছিল। সে মাঠ ছাড়ার পরপরই এসসিএটি৫ করানো হয়েছে। তার হাঁটুতেও চোট লেগেছে।

SN/AST
আরও পড়ুন