আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মাসাবা

আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৪০ পিএম

উগাণ্ডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ব্রায়ান মাসাবা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। ৩২ বছর বয়সী মাসাবা এবারের বিশ্বকাপে উগান্ডা দলকে নেতৃত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসাবা জানিয়েছেন, দায়িত্ব বিষয়টি আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। অবশেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'

উগান্ডা ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া সম্পর্কে মাসাবা বলেন, উগান্ডাকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়। বিশ্বকাপ নয়, শুধু উগান্ডাকে নেতৃত্ব দেওয়াই বড় বিষয়। সেখানে আমি পাঁচ বছর নেতৃত্ব দিয়েছি। এ সময়ে আমি নেতৃত্ব শিখেছি। কিভাবে নিজেকে উজাড় করে দিতে হয়, আত্মত্যাগ করতে হয় - তাও শিখেছি। আর এটাই আমার জীবনের সঙ্গে থাকবে।

বিশ্বকাপে মাসাবা পাঁচটি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন দুই উইকেট। বিশ্বকাপে অভিষেকে উগান্ডা চার ম্যাচের একটাতে জয় পায়, তিন ম্যাচে হেরেছে। আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে উগান্ডা। জয় পেয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে।

MB/AST
আরও পড়ুন