ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফাইনালে বৃষ্টির পূর্বাভাস, যদি খেলা না হয় তাহলে...?  

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:১০ পিএম

ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনালে আজ কে জিতবে? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে জানতে হবে ব্রিজটাউনের আজকের আবহাওয়া কি বলছে! খেলা হবে তো? বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে!

অ্যাকুওয়েদারের পূর্বাভাস জানাচ্ছে ম্যাচের দিন সকালে ব্রিজটাউনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রিজটাউনের বার্বাডোজে সকাল ১০টায় এই ফাইনালের টস হবে (বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা)। সেই সময়টায় বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা শতকরার হিসেবে প্রায় ৩০ ভাগ। তারও আগে ব্রিজটাউনের বার্বাডোজে ভোর ৪টা থেকে সকাল ৯টায় পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে সম্ভাবনার নিক্তিতে বৃষ্টি নামার শতকরা হার ৫০ ভাগ। বার্বাডোজ সময় দুপুর একটায় আরেক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফাইনালে বৃষ্টির এই শঙ্কার কথা মাথায় রেখেই শনিবারের ফাইনালের জন্য বাড়তি আরো ১৫০ মিনিট সময় অতিরিক্ত রাখা হয়েছে। উভয় দল যদি অন্তত ১০ ওভারের মতো ব্যাট করার নির্ধারিত সময় না পায় তাহলে খেলা পরদিন রিজার্ভ ডে তে যাবে। যেখান থেকে খেলা শেষ হয়েছিল রিজার্ভ ডে তে সেখান থেকেই খেলা শুরু হবে। রিজার্ভ ডের খেলা শুরু হবে বার্বাডোজ সময় সকাল ১০টায় ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বরিবার রাত ৮টা ৩০ মিনিট)। যদি বৃৃষ্টির কারণে খেলার নির্ধারিত ন্যূনতম সময়ও না পাওয়া যায় তাহলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

যদি ফাইনাল ম্যাচ টাই হয় তাহলে জয়ী নির্ধারনের জন্য সুপার ওভারে ম্যাচ গড়াবে। সুপার ওভারও টাই হলে আরেকটি সুপার ওভার হবে। যদি টাই ম্যাচে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সুপার ওভারের আয়োজন করা সম্ভব না হয় তাহলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

আরও পড়ুন