টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আগামী অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। যদি সেই টেস্ট সিরিজে খেলার সুযোগ পান তাহলে দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন তিনি বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কানপুরে এক সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার নিয়ে এই রোডম্যাপের কথা জানিয়ে দিলেন সাকিব আল হাসান।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব জানিয়েছেন সাকিব।
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট আগামীকাল। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই তিনি বললেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। বোর্ডের সঙ্গে আমার সেভাবেই কথা হয়েছে।’
ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে হ্ত্যা মামলা হয়েছে। তিনি ছিলেন স্মেই সরকারের সংসদ সদস্য। এমন পরিস্থিতিতে দেশে ফিরে ক্রিকেট খেলার বিষয়ে তার নিরাপত্তার বিষয়ও জড়িত রয়েছে। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘ এই বিষয়ে বোর্ড এবং সংশ্লিষ্ঠদের সঙ্গে আমার কথা হয়েছে। তারাই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। যাতে করে সঠিক মনোযোগ দিয়ে আমি দেশে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে পারি।’
টেস্ট এবং টি- টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সাকিব। রইল বাকি ওয়ানডে ক্রিকেট। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমার সেই রোডম্যাপও বোর্ডকে জানিয়েছি। আর সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেই টুর্নামেন্টে খেলে ওয়ানডে ক্রিকেটকেও গুডবাই জানানোর ইচ্ছে সাকিবের। সেই টুর্নামেন্টে হবে পাকিস্তানের মাটিতে।
