অবশেষে মাঠে গড়ালো ভারত-বাংলাদেশ কানপুর টেস্ট। বৃষ্টির কারণে পুরো দুইদিন খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিনে আবার শুরু হয়েছে খেলা। প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। পরের দুইদিন কোনো খেলা হয়নি। আজ ম্যাচের চতুর্থ দিন। ফলে এ ম্যাচে যে কোনো ফল আসছে না তা প্রায় নিশ্চিত করে বলা যায়।
প্রথম দিন যখন আগেভাগে খেলা শেষ হয় তখন বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭ রান। আজ চতুর্থ দিনের খেলা শুরু হতেই মুশিফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। জাসপ্রিত বুমরার বলে বোল্ড হন তিনি। ক্রিজে আছেন মমিনুল হক ও লিটন দাস।
কানপুর টেস্ট শুরুর আগে থেকেই বৃষ্টির শঙ্কার কথা জানানো হয়েছিল। প্রথম তিনদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিতে তিনদিন নষ্ট হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় নেই, তবে আজ দিন ভালো থাকলে ৯৮ ওভার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
