আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে এ সিরিজে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম এবং পার্থ টেস্টের জন্য ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই টেস্টে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যাটার নাথান ম্যাকসুইনি ও ইংলিস। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন অধিনায়ক প্যাট কামিন্স। সঙ্গে রয়েছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক। পেস বোলিংয়ে অপশন হিসেবে থাকছেন স্কট বোল্যান্ড।
ডেভিড ওয়ার্নারের অবসরের পর বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিং পজিশন। কারণ, মিডল অর্ডার থেকে ওপেনার হিসেবে এসে খুব একটা সুবিধা করতে পারেননি স্টিভেন স্মিথ। এরপরেই জানান দেন খেলতে চান চার নাম্বার পজিশনেই।
শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী ম্যাকসুইনির উপর ভরসা রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন ম্যাকসুইনি। প্রথম টেস্টে ছিল একটি অপরাজিত ৮৮ রানের ইনিংস। চার ইনিংস ব্যাট করে ৫২ গড়ে ১৭৬ রান করেন ম্যাকসুইনি।
এখন পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাকসুইনির রান ৩৮.১৬ গড়ে ২২৫২। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আছে ৬ সেঞ্চুরি। ম্যাকসুইনির মতোই এই টেস্ট দিয়ে অভিষেক হতে যাচ্ছেন জশ ইংলিশ। পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের শেফিল্ড শিল্ডে ফর্ম দুর্দান্ত। ৪ ইনিংসে ২ সেঞ্চুরিসহ মোট রান ২৯৭।
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রায় ৮ মাসের পর টেস্ট খেলতে যাচ্ছে অজিরা।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ ইংলিস, নাথান লায়ন এবং নাথান ম্যাকসুইনি।
