ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন না তানজিম হাসান সাকিব। তবে এবার সুসংবাদ পাওয়া গেল তানজিমকে নিয়ে।
সোমবার (১৮ নভেম্বর) এক ফিটনেস টেস্টে পাস করার পর এখন আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাধা নেই তার। ফলে দ্রুতই ফিরছেন ক্রিকেটে।
নির্বাচক কমিটির একজন সদস্য ‘ক্রিকবাজ’কে বলেছেন, ‘সে (সাকিব) ফিটনেস টেস্টে পাস করেছে। আমাদের জন্য এটা স্বস্তির খবর, কারণ সে সাদা বলের দলে অপরিহার্য ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে আমরা মিস করেছি।’
যদিও তানজিমকে দলে জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়ে যেতে হবে, মনে করিয়ে দিলেন ওই নির্বাচক, ‘অন্য পেসাররাও ভালো করছে, তাই দলে এখন ভালো প্রতিযোগিতা আছে। আমি জানি সে একজন ফাইটার এবং দলে জায়গা ফিরে পেতে সেরাটা দিয়েই চেষ্টা করবে।’
সামনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
বিসিবির মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ায় তানজিম সাকিব গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
