ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুর রাইডার্স পারিশ্রমিক দেয়নি-ভয়াবহ অভিযোগ তাহিরের

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হবে এ মাসেরই ৩০ তারিখে। এরইমধ্যে দলগুলোও প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ মূহুর্তের প্রস্ততি সেরে নিচ্ছে। ঠিক তখনই কীনা বিপিএলের একটি দলের পারিশ্রমিক না দেওয়া নিয়ে উঠল প্রশ্ন। ভয়াবহ অভিযোগটি তুলেছেন ইমরান তাহির।

বিপিএলে গত আসরে তিনি খেলেছেন রংপুর রাইডার্সে। কিন্তু ইমরান তাহির দাবি করছেন তিনি তার প্রাপ্য পারিশ্রমিক এখনো বুঝে পাননি! বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের দল রংপুরকে কাঠগড়ায় দাঁড় করালেন এই প্রোটিয়া ক্রিকেটার। 

বাংলাদেশের একমাত্র দল হিসেবে গায়ানার গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে খেলছে রংপুর রাইডার্স। আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে গায়ানা অ্যামাজন ওরিয়র্সের সঙ্গে লড়েছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচে টস করতে গিয়েই ঘটনার সূত্রপাত। গায়ানার অধিনায়ক ইমরান তাহির। সেখানে ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে গিয়ে অভিযোগটি তুলেন ইমরান তাহির। 

দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার জানান রংপুরের মালিকরা তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ পরিশোধ করেনি। ইমরান তাহির বলেন, ‘আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু  আমি এখনো চুক্তির পুরো অর্থ পাইনি।’

ইমরান তাহির দলটিকে সরাসরি আক্রমণ করে আরও বলেন, ‘দেখুন, গায়ানা ওদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা (রংপুর) এখানে কিছু অর্থ আয় করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা ওদের চেয়ে ভালো মানুষ।’

অবশ্য গতবারের বিপিএলে ইমরান তাহিরও কথা রাখেনি-এমন অভিযোগও আছে। রংপুরের হয়ে ম্যাচ খেললেও পুরো আসরে ছিলেন না। দুই ম্যাচ খেলার পর তিনি অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে কেলতে বিপিএল ছাড়েন।

এদিকে আজ শক্তিশালী দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর। রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১১৭ রান। খুশদিল শাহ ৪৭ বলে ৫৮ রান করেন। জবাব দিতে নেমে কামরুল ইসলাম ও হারমিত সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ১০২ রানে অলআউট হয় গায়ানা। ১৩ রানে ৪ উইকেট তুলেন ৩২ বছর বয়সী পেসার কামরুল। 

আরও পড়ুন