ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌম্য সরকার খেলতে পারবেন বিপিএল?

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

সৌম্য সরকার খেলতে পারবেন বিপিএল?

রানে ফিরতেই মাঠের বাইরে তিনি। দুর্ভাগ্য ছাড়া আর কীইবা বলা যায়? 

সিরিজ জয়ের দিনে ওপেনার সৌম্য সরকারকে নিয়ে দুঃসংবাদ! চোট নিয়ে সিরিজ শেষ এই তারকা ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের টি-টোয়েন্টি খেলতে পারছেন না তিনি। এমন কী বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেন ১৮ বলে ১১ রান। এরপর ফিল্ডিংয়ে নেমে ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ নিতে গিয়ে বিপাকে পড়েন। ডান হাতের তর্জনিতে চোট পান। তারপর মাঠের বাইরে চলে যেতে হয় সৌম্যকে।

খেলা শেষে জানা গেল দুঃসংবাদ। বিসিবি জানিয়েছে, কমপক্ষে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন সৌম্য। ফিজিও বায়েজিদুল ইসলাম খান এনিয়ে বলেন, ‘ফিল্ডিংয়ের সময় তার ডান হাতের তর্জনিতে চোট পেয়েছেন সৌম্য। তার পাঁচটা সেলাই লেগেছে। ম্যাচের পর এক্স রে করানো হয়, সেখানে দেখা গেছে চোটের জায়গার জোড়াও খানিকটা নড়ে গেছে। যার ফলে তার সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

সৌম্য সরকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৪৩ রান । এর আগে ওয়ানডে সিরিজেও কথা বলেছে তার ব্যাট। এই যখন অবস্থা তখন বিপিএলে খেলা নিয়ে তৈরি হলো শঙ্কা। ফরচুন বরিশালে আছেন তিনি। এ অবস্থায় ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের বড় একটা সময় মিস করতে পারেন সৌম্য!

আরও পড়ুন