ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিপিএলের খেলা দেখতে শেরে বাংলা স্টেডিয়ামে সেনাপ্রধান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

তিনি নিজে ক্রিকেটার ছিলেন এবং আশির দশকের প্রথমভাগে উদিতির হয়ে ঢাকার ক্লাব ক্রিকেটেও খেলেছেন কয়েক বছর। কাজেই ক্রিকেটের প্রতি তার ভালবাসা ও অনুরাগ সেই শৈশব কৈশোর থেকেই।

সেই ক্রিকেট প্রেম থেকেই হয়ত বিপিএলের খেলা দেখতে সশরীরে মাঠে চলে আসলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শুক্রবার রাতে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সেনাবাহিনী প্রধান।

হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে পাশাপাশি বসে খেলা দেখেছেন তিনি।

বলে রাখা ভাল, জেনারেল ওয়াকার যখন উদিতির হয়ে আশির দশকের একদম প্রথমভাবে খেলেছেন, তখন একই দলের হয়ে তার সাথে খেলেছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদও।

MMS
আরও পড়ুন