ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত ও নারী বিপিএল নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

একদিনে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাতে সভা শেষে জানা গেল-স্থগিত হয়ে যাচ্ছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। এমন কী নারী বিপিএল হবে কীনা এনিয়ে থাকছে অনিশ্চয়তা। এছাড়া বেশ কয়েকটি বোর্ড মিটিংয়ে বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। বড় দ্বায়িত্ব পেলেন নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ ক্রিকেটে নারী বিপিএলের আয়োজন নিয়ে ইতিবাচক আলোচনা হলেও, শুরুতেই দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। বিসিবির গতকাল অনুষ্ঠিত সভায় চলমান একাদশ বিপিএল ঘিরে বিতর্ক এবং নারীদের জন্য প্রস্তাবিত টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়। পুরুষদের বিপিএলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাইছে বিসিবি, ফলে নারী বিপিএলের আয়োজনে তাড়াহুড়ো করতে চায় না তারা। 

আগে তিন দল নিয়ে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেওয়া হলেও এটি বাস্তবায়নে দেরি হচ্ছে। 

গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত
বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিতের ঘোষণা এসেছে। ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমানোর প্রস্তাব ঘিরে ঢাকার ক্লাবগুলোর বিরোধিতা ও লিগ বর্জনের সিদ্ধান্তের ফলে প্রথম বিভাগ ক্রিকেট লিগও শুরু হয়নি। বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়া নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

বিসিবি সভাপতির কাছে সংশোধনী প্রস্তাব জমা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মাহবুব আনাম বলেন, “এই কমিটির কার্যক্রম এখানেই স্থগিত করা হচ্ছে।” একই সঙ্গে বিপিএলে খেলোয়াড়দের বকেয়া বেতন ইস্যুতেও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

বড় দ্বায়িত্বে ফাহিম

শনিবার বিসিবির বোর্ড মিটিংয়ে বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আম্পায়ার্স কমিটি ও মিডিয়া কমিউনিকেশনের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সাংবাদিকদের সামনে নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর পাশাপাশি নারী ক্রিকেটের দেখভালের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। ফাহিমের আগে এই দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। ২০২১ সালে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে বিসিবিতে যোগ দেন ইউনুস। তবে ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর ১৪ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বেও এসেছে পরিবর্তন। ফাইন্যান্স ও গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে রয়েছেন ফাহিম সিনহা। ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম স্বপন। আকরাম খান টুর্নামেন্ট কমিটির দায়িত্বে, আর সিসিডিএমের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

গ্রাউন্ডস এবং হাই পারফরম্যান্স কমিটির দায়িত্বে আছেন মাহবুব আনাম। মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের দায়িত্বে রয়েছেন ফারুক আহমেদ। ইফতেখার রহমান আম্পায়ার্স কমিটির পাশাপাশি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ পরিচালনা করবেন। বাংলাদেশ টাইগার্স প্রকল্পের নেতৃত্বে রয়েছেন কাজী এনাম।

AHA
আরও পড়ুন