বিশ্ব ক্রিকেটের বর্তমান পরাশক্তি ভারত এখন রীতিমতো অপ্রতিরোধ্য। টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে পা রেখে দুটি শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করেছে তারা। এবার সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতীয় দল আসছে বাংলাদেশ সফরে, যেখানে আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ভারত বিশ্বকাপের আগ পর্যন্ত ২৭টি ওয়ানডে খেলার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৫ সালে ৯টি এবং ২০২৬ সালে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
এই পরিকল্পনার অংশ হিসেবেই টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসতে পারে তারা।
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে গুঞ্জন থাকলেও তারা দুজনই এখনো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশের মাটিতে আবারও তাদের দেখা যেতে পারে।
ভারতের এফটিপি অনুযায়ী ওয়ানডে সূচি (২০২৫-২৬)
আগস্ট ২০২৫: বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
অক্টোবর ২০২৫: অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
নভেম্বর ২০২৫: দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
জানুয়ারি ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
জুন ২০২৬: আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
জুলাই ২০২৬: ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
সেপ্টেম্বর ২০২৬: ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
নভেম্বর ২০২৬: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
ডিসেম্বর ২০২৬: শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)
