চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ। এই ব্যস্ততার মাঝেই আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে এই সিরিজ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে দুই বোর্ড।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আপনি যদি এফটিপির দিকে তাকান, তাহলে দেখবেন অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি সময় রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’
সবশেষ দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল আফগানিস্তান।
