ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তামিমের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

বিকেএসপিতে খেলার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানান, অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয় তামিমের। ইতোমধ্যে হার্টে রিং পরিয়ে সিসিইউতে রাখা হয়েছে তাকে। তার বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট রাখা হচ্ছে।

বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং চিকিৎসার জন্য যে কোনো সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন নিজাম উদ্দিন।

JA/KK
আরও পড়ুন