মুম্বাইকে হারিয়ে প্রথম জয় পেল গুজরাট

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:৪২ এএম

কালো মাটির পিচে প্রত্যাশিত ছিল ১৮০ রান। সেখানে শুবমান গিল ও সাই সুদর্শনের ঝড়ো সূচনাতে গুজরাট টাইটান্স করে ৮ উইকেটে ১৯৬ রান। তাদের ইনিংস শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট তৃপ্তি নিয়ে ধারাভাষ্যকারদের বলেছিলেন, তারা দুইশর নীচে গুজরাটকে আটকে দিতে চেয়েছিল। অর্ধেক কাজ শেষ করে লক্ষ্যে নেমে শিশিরের সুবিধা পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৬ উইকেটে ১৬০ রানে তাদের থামিয়ে চলতি আইপিএলে ৩৬ রানে প্রথম জয় পেয়েছে গুজরাট। আর টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল মুম্বাই। 

মৌসুম শুরুর আগে গিল বলেছিলেন, পাওয়ার প্লেতে গুজরাট সেরাটা দিতে চায়। গত মৌসুমে প্রথম ছয় ওভারে রান বিবেচনায় তারা বেশ পিছিয়ে ছিল। এবার গিল ও সুদর্শন উন্নতির ছাপ রাখলেন। কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তোলে গুজরাট, আইপিএলের পাওয়ার প্লেতে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ। ওই সময় দুজনেই ১৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।


কিন্তু ফিল্ডিংয়ে সীমাবদ্ধতা শিথিল হতেই মুম্বাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে। সাত থেকে নয়- তিন ওভারে মাত্র ১৩ রান যোগ হয়। হার্দিক পান্ডিয়া ৩৮ রানে ফেরান গিলকে, টি-টোয়েন্টিতে ১৮ বলের মধ্যে তাকে চারবার আউট করলেন। উদ্বোধনী জুটি ছিল ৭৮ রানের।


দশম ওভারে মিচেল স্যান্টনারকে টানা ছয় ও চার মেরে বাউন্ডারি খরা কাটান জস বাটলার। ৩৯ রান করে ১৪তম ওভারে মুজিব উর রহমানের শিকার হন তিনি। তার সঙ্গে ৫১ রানে জুটি গড়া সুদর্শন গুজরাটের হাল ধরে রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেন তিনি ৩৩ বল খেলে, তাতে ১৭ ওভারে ৩ উইকেটে স্কোর ১৭০।

এরপর গুজরাটের ব্যাটিং লাইনে ধস। ইয়র্কারে সুদর্শনকে এলবিডব্লিউ করেন বোল্ট। ৪১ বলে ইনিংস সেরা ৬৩ রান করেন গুজরাট ওপেনার। রাহুল তেওয়াতিয়া রানআউট, শেরফানে রাদারফোর্ড ডিপ এক্সট্রা কাভারে ধলা পড়েন। রশিদ খান ও কাগিসো রাবাদা একটি করে ছক্কা মারায় শেষ তিন ওভারে ২৬ রান তোলে গুজরাট।

দুইশর মধ্যে গুজরাটকে আটকে দেওয়ার সন্তুষ্টি বাতাসে মিলে যায় পাওয়ার প্লেতে ৩৫ রানের মধ্যে দুই উইকেট পড়লে। রোহিত শর্মা  ও রায়ান রিকেলটনের বিদায়ের পর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৬২ রানের জুটি গড়েন। তাদের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত মিলছিল।

কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ব্রেকথ্রু আনেন তিলককে ৩৯ রানে বিদায় করে। পরে কেবল সূর্যকুমারের ব্যাটে ছিল রান। তাকেও ২৮ বলে ৪৮ রানে আউট করে গুজরাটকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন প্রসিদ্ধ। শেষ দিকে নামান ধীর ও মিচেল স্যান্টনারের ১৮ বলে ৩৬ রানের জুটি কেবল ব্যবধান কমিয়েছে।

চার ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা প্রসিদ্ধ।

গুজরাট ২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে। মুম্বাই পয়েন্টের খাতা খুলতে পারেনি, তাদের স্থান ৯ নম্বরে।

MMS