ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তামিমদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

মিরপুর শের-ই-বাংলায় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ক্রিকেটারদের আনাগোনা। বেলা এগারোটা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরও বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমনকী শরিফুল ইসলামদেরও।

একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।

এর আগে তামিমের ডাকে এদিন মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরা। আরও ছিলেন ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা।

শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার তাওহিদ হৃদয়। যার ফলে সুপার লিগে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামতে পারবেন না হৃদয়। ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার।

AHA
আরও পড়ুন