ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে তৈরি হওয়া বিতর্ক যেন শেষ হচ্ছে না। নাটকীয় মোড় নিচ্ছে একের পর এক ঘটনায়। সর্বশেষ এ ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল।
আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন এক বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন মোহামেডান ও আরও কয়েকটি দলের ক্রিকেটার।
আজ দুপুরে মিরপুর একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনার পর তামিমের নেতৃত্বে একদল ক্রিকেটার বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে ছিলেন বিসিবির দুই পরিচালক-ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।
বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, 'তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!'
তামিম এই বক্তব্যে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান, নিয়মের স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিয়ে খেলোয়াড়দের মধ্যে প্রবল অসন্তোষ বিরাজ করছে।
এদিন হার্ট অ্যাটাকের পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে এলেন তামিম। নিজে অসুস্থ থাকার পরও দলের ক্রিকেটারদের পক্ষ নিয়ে বোর্ডে আলোচনায় অংশ নেওয়া তার ক্রীড়াপ্রেম ও নেতৃত্বগুণেরই পরিচায়ক। মোহামেডানের আরও কয়েকজন ক্রিকেটারও ছিলেন এই আলোচনায়।
তাওহিদ হৃদয়ের ইস্যু ছাড়াও আরও কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। বিশেষ করে ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর তা সামাল দেওয়ার পদ্ধতি এবং বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ গণমাধ্যমে আসা নিয়েও উদ্বিগ্ন তারা। তামিম বলেন, 'এ ধরনের অভিযোগ যত দ্রুত তদন্তসাপেক্ষে চূড়ান্ত ফলাফলে পৌঁছানো যায়, ততই ভালো।'
