বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব এখন লিটন কুমার দাসের হাতে। নেতৃত্ব হারিয়ে দলে থাকা নাজমুল হোসেন শান্ত নতুন অধ্যায়ের সূচনায় নিজেই এগিয়ে এলেন শুভেচ্ছা জানাতে। সামাজিক মাধ্যমে লিটনকে আন্তরিক বার্তা দিয়ে জানালেন তার সমর্থন।
শান্ত লিখেছেন, 'অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।'
নতুন নেতৃত্বে প্রথম মিশনই বড় চ্যালেঞ্জ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটনকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিবি। তার ডেপুটি শেখ মেহেদী, তবে শুধু এই সিরিজগুলোর জন্যই। ভবিষ্যতে আরও কয়েকজনকে দেখে তারপর স্থায়ী সহ-অধিনায়ক নির্ধারণ করবে বোর্ড।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, শান্তর অভিজ্ঞতা এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'শান্ত আমাদের সাবেক অধিনায়ক হলেও, এখনো দলে তার প্রয়োজন আছে। তরুণদের পাশে এমন কেউ দরকার, যে চাপের সময়ে মাথা ঠান্ডা রেখে খেলে। শান্ত সেটা পারে।'
চলতি মে মাসেই বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে নামার আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আমিরাতে ১৭ ও ১৯ মে শারজায় হবে আমিরাতের সঙ্গে ম্যাচ দুটি।
এরপর পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নামবে ২৫ মে। এই সিরিজটি হবে পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে।
