ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে অভিযোগ তুলে বিসিবির কাছে বিচার চাইলেন ক্রিকেটার রুমানা

আপডেট : ২০ মে ২০২৫, ০৩:৫৩ পিএম

একটা সময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ। কিন্তু গত তিন বছর ধরে তিনি দলের বাইরে। তার ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। 

সর্বপরি বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিচার চেয়েছেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার। মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এমন দাবি করেন রুমানা।

ফেসবুকে টাইগ্রেস অলরাউন্ডার লেখেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকগণ। আমি খেলি কিংবা না খেলি, এই অনৈতিকতা ও অরাজকতা চলতে পারে না। দয়া করে নির্দিষ্ট করে কিছু বলুন। কোনো কারণ ছাড়াই তিন বছর (না খেলানো) মজার কিছু নয়! আমার রেকর্ড বলছে, আমি বাজে ক্রিকেট খেলি না এবং অনৈতিক কিছুও করিনি। সিনিয়রটি কখনও অভিশাপ হতে পারে না। আমার উজ্জ্বল ক্যারিয়ার ধংসের পেছনে যারা জড়িয়ে তাদের বিচার করতেই হবে।’

২০২৩ সালের আগস্টে সামাজিক মাধ্যমে হঠাৎই রুমানা পোস্ট দিয়েছিলেন, ‘আর ক্রিকেট নয়।’ সেই পোস্টের আগে বাংলাদেশ যে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল, কোনোটিতেই তিনি ছিলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পর সময় বিসিবি জানিয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ দলের এই লেগস্পিনিং অলরাউন্ডার দাবি করেছিলেন, বাদই দেওয়া হয়েছিল তাঁকে। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে এমন মন্তব্য করায় রুমানাকে তলবও করেছিল বোর্ড।

২০১১ সাল থেকে ক্রিকেট খেলা রুমানা ৫০টি ওয়ানডে খেলেছেন, টি-টোয়েন্টি খেলেছেন ৮৭টি। যথাক্রমে রান করেছেন ৯৬৩ ও ৮৬৬। বল হাতে ৫০ ম্যাচে ৫০ উইকেট ও ৮৭ টি-টোয়েন্টিতে ৭৫ উইকেট নেন রুমানা। এশিয়া কাপে টাইগ্রেসদের প্রথম শিরোপা জয়ে তার অবদান অনেক।

AA
আরও পড়ুন