ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তানজিদের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়া করছে বাংলাদেশ।

এরিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯৯ রান। ৬১ ও ২৪ রানে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। 

বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

AHA
আরও পড়ুন