শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাঁচা-মরার ম্যাচে টস ভাগ্য সহায় হলো বাংলাদেশের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে।
সিরিজে টিকে থাকতে হলে শুধু জয়ই নয়, দলকে খেলায় ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার ধকল কাটিয়ে ওঠার জন্য এই সিরিজ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ২৪ ম্যাচে জয় এসেছে মাত্র ছয়টিতে। সেই ধারাবাহিক ব্যর্থতার পথ ধরে চলতি সিরিজের প্রথম ম্যাচেও ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ।
এই ম্যাচে একাদশে এসেছে দুই পরিবর্তন। অফফর্মে থাকা লিটন দাসের জায়গায় খেলছেন শামীম হোসেন, আর তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন পেসার হাসান মাহমুদ। ব্যাটিং অর্ডার ও বোলিং দুই বিভাগেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। চাপে থাকা দলটির ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিটি খেলোয়াড়কে পারফর্ম করতে হবে সর্বোচ্চ পর্যায়ে।
বাংলাদেশ এখন পর্যন্ত তাদের ইতিহাসে ৬৯টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিততে পেরেছে কেবল একবার, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই এই সিরিজে ঘুরে দাঁড়াতে হলে, শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন হবে সাহসী ও ধারাবাহিক পারফরম্যান্সের।
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। চারিথ আসালাঙ্কার নেতৃত্বে দলটি আত্মবিশ্বাসী। লঙ্কানদের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশ সফরের বদলা নেওয়ার, যেখানে গত বছর সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার একাদশ:
নিসান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।