ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ইমনের পর সাজঘরে ফিরলেন মিরাজ, ফের চাপে বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম

বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতেই অধিনায়ক মেহেদী মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে লাল-সবুজের দলের শুরুটাও খুব একটা ভালো হয়নি। শুরুতেই সাজঘরে ফিরেন তানজিদ তামিম। এরপর আরেক ওপেনার পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন নাজমুল শান্ত। তবে পাওয়ার প্লে শেষে আউট হয়েছেন শান্তও।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায়। আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করা তামিম আজ আউট হন ১১ বলে ৭ রান করে। 

এরপর ক্রিজে আরেক ওপেনার ইমনের সঙ্গী হন শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ইমন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। ইমনই খেলছিলেন হাত খুলে। তবে প্রথম পাওয়ার প্লে শেষেই সাজঘরের পথ ধরতে হয় শান্তকে। 

ইমন-শান্ত জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৬৩ রান। দলীয় ৭৩ রান, ইনিংসের দ্বাদশ ওভারে আউট হন শান্ত। ফেরার আগে তিনি করেছেন ১৯ বলে ১৪ রান। এরপর ক্রিজে ইমনের সঙ্গী হন তাওহিদ হৃদয়। এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ইমন পান ফিফটির দেখা। তবে অর্ধশতকের পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। 

হৃদয়ের সঙ্গে ৩৭ রানের জুট গড়া ইমন আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে। এর আগে ৬৯ বল খেলে ৬৭ রান করেন তিনি। ইমন ফেরার পর দ্রুতই আউট হন অধিনায়ক মিরাজ। দুষ্মন্ত চামিরার বলে পাথুম নিশাঙ্কার মুঠোবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১০ বলে ৯ রান। এরপর ক্রিজে হৃদয়ের সঙ্গী হয়েছেন শামিম হোসেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান।

Raj/FJ
আরও পড়ুন